নকিয়া ৬ স্মার্টফোন
স্মার্টফোনের বাজারে নকিয়ার প্রত্যাবর্তনের খবর এরই মধ্যে আমরা পেয়েছি। নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আনতে এইচএমডি গ্লোবাল নামের এক ফিনল্যান্ড-ভিত্তিক প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়েছে। তাদের প্রথম স্মার্টফোনটি বাজারে যে ভালো করবে, তার ইঙ্গিত এরই মধ্যে পাওয়া গেছে।
চীনা এক ই-কমার্স ওয়েব পোর্টাল জেডি ডটকমে প্রথম দফায় নকিয়া ৬ স্মার্টফোন ছাড়ার এক মিনিটের মধ্যে সব কটি স্মার্টফোন বিক্রি হয়ে যায়। তবে ঠিক কতগুলো স্মার্টফোন বিক্রি হয়েছে, তা জানানো হয়নি। ফোনটি কেনার জন্য ১০ লাখের বেশি আবেদন জমা পড়েছিল বলে সংবাদ প্রতিবেদনে দেখা গেছে। চীনা বাজারের জন্য স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২৪৫ ডলার।
চলতি মাসের শুরুর দিকে শুধু চীনা বাজারে নকিয়া ৬ ছাড়ার ঘোষণা দিয়েছিল এইচএমডি গ্লোবাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, চীনের বিশাল এবং সম্ভাবনাময় স্মার্টফোন বাজারের কথা বিবেচনা করেই অ্যান্ড্রয়েড-চালিত নকিয়ার প্রথম এই স্মার্টফোন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
জেডি ডটকম সম্পর্কে এইচএমডি গ্লোবালের বৃহত্তর চীনের ভাইস প্রেসিডেন্ট নেস্টর শু বলেন, চীনে অনলাইনে মুঠোফোনের খুচরা বিক্রেতা হিসেবে জেডি ডটকম পরিচিত এবং অনেক বছর ধরে নকিয়া ব্র্যান্ডের ওপর আস্থা রেখেছে তারা। নকিয়ার কোটি কোটি মুঠোফোন বিক্রি করেছে এটি।
শুরুটা ভালো হলেও চীনে নকিয়া ৬ স্মার্টফোনটিকে বেশ প্রতিযোগিতার মধ্য দিয়েই যেতে হবে। কারণ, শুধু নকিয়া ৬-ই নয়, ফেব্রুয়ারির শেষের দিকে চীনে বেশ কিছু নতুন স্মার্টফোন আসছে বলে জানা গেছে। সম্প্রতি এক ফেসবুক পোস্টে নকিয়া মোবাইল বলেছে, চীনে আসছে নকিয়া ৬। আরও ঘোষণা আসছে ২৬ ফেব্রুয়ারিতে।
একসময়ের বাজার দাপিয়ে বেড়ানো নকিয়ার কাছে ব্যবহারকারীদের প্রত্যাশা অনেক। দেখা যাক নকিয়া সে প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে।
0 comments:
Post a Comment
Hello