ABOUT AUTHOR

Sunday, January 22, 2017

‘মিস ইউনিভার্স’-এর বিচারক সুস্মিতা

যুক্তরাষ্ট্রের আটলান্টায় এনএফসি চ্যাম্পিয়নশিপে গ্রিন বে প্যাকারসের বিপক্ষে খেলার পর আটলান্টা ফ্যালকনসের চিয়ারলিডাররা রঙিন কাগজের টুকরোর ওপর শুয়ে ছবি তোলেন। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্সবাড়ির উঠানে মাচা গড়ে লাউ চাষে সাফল্য। ছবিটি গত শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার সাদিপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
সুস্মিতা সেন২৩ বছর আগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়ই ‘মিস ইউনিভার্স’-এর মুকুট পরেছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। প্রথম ভারতীয় হিসেবে তিনি এই খেতাব অর্জন করেন। প্রায় দুই যুগ পর একই শহরে একই আয়োজনে অংশ নিতে যাচ্ছেন তিনি। এবারের মিস ইউনিভার্সের আসরে বিচারকের ভূমিকায় থাকবেন এই তারকা।
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে ৬৫তম ‘মিস ইউনিভার্স’ আসরে বিচারকের আসনে বসতে যাচ্ছেন সুস্মিতা সেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ খবরটি নিশ্চিত করেছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করে এই অভিনেত্রী লিখেছেন, ‘আনন্দিত মন নিয়ে প্রস্তুতি নিচ্ছি। আমি ভীষণ উচ্ছ্বসিত। কিছুটা আবেগপ্রবণও বটে। দীর্ঘ ২৩ বছর পর ঘরে ফেরার আনন্দ বোধ করছি। আমার শুরু হয়েছিল এখানেই।’
১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন। এবার এই প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন ২২ বছরের রোসমিতা হরিমূর্তি। ম্যানিলার মল অব এশিয়া এরিনায় ৩০ জানুয়ারি এই প্রতিযোগিতা আয়োজিত হবে। মুম্বাই মিরর।সিরিয়ার রাস আল-আইন প্রদেশে একটি তাঁবুর কাছে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত তিন শিশু। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

0 comments:

Post a Comment

Hello